জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব (রংপুর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন-
৩০ নভেম্বরের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার একটা বাধ্যবাধকতা আছে। মহাজোট নিয়ে এখনো কোন আলোচনা হয়নি। আমরা জানি না কি হবে।এ নিয়ে পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্ত হবে।পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্ত যেভাবে আমরা সেভাবে কাজ করবো। তবে যেকোনো পরিস্থিতিতে জাতীয় পার্টি ভোটের জন্য প্রস্তুত। সুষ্ঠু নির্বাচন ও পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকলে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ করবো।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে সুন্দরগঞ্জ পৌরশহরের কাঁঠালতলী মোড়ে পথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরোও বলেন, আমি মনে করি সুন্দরগঞ্জে একটি ঐক্যমত প্রয়োজন। এখানে এর আগে অনেক হামলা-মামলা হয়েছিল। নানা কারণে সুন্দরগঞ্জ সমালোচিত-আলোচিত। সেখান থেকে সুন্দরগঞ্জকে রক্ষা করতে নিরাপদ রাখতে এখানে লাঙ্গলের কোন বিকল্প নেই। লাঙ্গলের এমপি ছিল, লাঙ্গলের এমপি থাকলে সুন্দরগঞ্জ নিরাপদে থাকবে। ১১টি নির্বাচনের ছয়-সাতটি নির্বাচনে এখানে লাঙ্গল জয়লাভ করেছিল।
এমপি শামীম আরও বলেন, বিগত নির্বাচনের দেওয়া ইশতেহারের প্রায় ৮০ ভাগ কাজ আমরা করেছি। এছাড়াও ইশতেহারে দেওয়া ছিলনা এমন অসংখ্য কাজও আমরা করেছি। নির্বাচনের প্রচার যখন চালাবো তখন অবশ্যই এসব কাজের ফিরিস্তি জনগণের মাঝে তুলে ধরবো।
এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টির দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনী এলাকায় আসার পূর্বে রংপুর পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত এবং রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানীতে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি। এসময় জাতীয় পার্টির মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিশাল মোটরসাইকেলের শোডাউন নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণস্থানে কয়েকটি পথসভা করেন তিনি।
এসময় উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, মাওলানা আবুল হোসাইন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মণ্ডল, সুন্দরগঞ্জ পৌর মেয়র ও পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশীদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল হক রেজা, ধোপাডাঙ্গা ইউনিয়ন সভাপতি এটিএম মাহবুবুল আলম শাহিন, কাপাসিয়া ইউনিয়ন সভাপতি জালাল উদ্দিন সরকার, উপজেলা কৃষক পার্টির সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাবু, উপজেলা যুব সংহতির সভাপতি সাইদুর রহমান, উপজেলা ছাত্রসমাজের সভাপতি শাহ সুলতান সরকার সুজন আরো অনেকে উপস্থিত ছিলেন।