মোহাম্মদ সোলাইমান,হাটহাজারী চট্টগ্রামঃ
চট্টগ্রামে ফটিকছড়ি মাইজভান্ডারী ১০ মাঘ শে হচ্ছে মাইজভান্ডারী ওরশ শরীফ বছরের বাংলা মাঘ মাসের শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী ওরশ শরীফ অনুষ্ঠাত হয়। রাতে ১টার দিকে আখেরি মোনাজাতে সম্মিলিত হন। সাজ্জাদানশীন হযরতুলহাজ্ব শাহ্ সূফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী। যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ববাসীর শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মাধ্যমে এশিয়া উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল আধ্যাত্নিক সাধক, মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা গাউছুল আজম হযরত শাহছুফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর ১১৭তম বার্ষিক ওরশ ২৪ জানুয়ারি (মঙ্গলবার) চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে অনুষ্ঠিত।শতবৎসরের ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর এই মহান অলীর ওফাত (তিরোধান) দিবসের স্মরণে ১০ মাঘ বংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, বার্মা, ইরাক, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বহু দেশ হতে আগত লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত আশেকের সমাগমে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে আসছে।