উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
খেলাধুলায় বাড়ে বল-মাদক ছেড়ে খেলতে চল’-এ শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে যশোরের মণিরামপুর উপজেলার খেদাপড়া ইউনিয়নের জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ০৮ দলীয় নাইট টুর্নামেন্ট খেলায় এ ফুটবল বিতরণ করছেন মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন। এ সময় বিতরণকালে মুর্শিদ হাসান ইমন বলেন, খেলাধুলা শরীরচর্চা করার একটি উত্তম পন্থা। শরীর সুস্থ থাকলে মন-মানুষিকতাও ভাল থাকে, মন থাকে প্রফুল্ল। তাছাড়া যারা খেলাধুলার সাথে যুক্ত থাকে-তারা কখনো বিপথগামী হতে পারে না। সুতরাং মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নাই। এ সময় বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার নেতৃবৃন্দ।