আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
মাদক ক্রয় ও বিক্রয়ের তথ্য দেওয়ায় সাতক্ষীরায় দু'জনকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা।
বুধবার সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে ওই ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদরের রসুলপুর মেহেদীবাগ এলাকার ইউসুফ গাজীর স্ত্রী ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি নৈশ প্রহরী জোহর আলীর মা রোকেয়া বিবি বলেন, আমার ছেলে মোঃ জোহর আলী (৪০) সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালের নৈশ প্রহরী হিসেবে কর্মরত। প্রায় প্রতিরাতে একদল মাদক ব্যবসায়ী বাসটার্মিনালের ভিতরে বহিরাগত লোকজন এনে মাদক ক্রয়-বিক্রয় করে। বিষয়টি আমার ছেলে বাস টার্মিনাল কর্তৃপক্ষকে জানায়।
বিষয়টি জানতে পেরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী মধুমোল্লারডাঙ্গী এলাকার গোলাম মোস্তফার ছেলে রেজাউল ইসলাম, কওছার ঢালীর ছেলে শাহজাহান, মোঃ বাবুর ছেলে রনি হোসেন, পলাশপোল এলাকার বাবলুর ছেলে ওমর আলী, আব্দুল জলিলের ছেলে রতন আমার ছেলেকে প্রায়ই হুমকি দিত। এরই জের ধরে বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে ওই মাদক ব্যবসায়ীরা আমার ছেলের পথরোধ করে চাইনিচ কুড়াল দিয়ে ছেলের মাথায় ৩টি কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় আমার বোনের ছেলে সাজ্জাদ হোসেন আমার ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও জিআইপাইপ, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
আমার ছেলের ডাকচিৎকারে পথচারী ও বাস টার্মিনালের লোকজন এগিয়ে আসলে ওই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা বাসটার্মিনালের অফিস ভাংচুর করে খুন জখম করার হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আমার ছেলে ও বোনের ছেলেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে পথচারী ও বাস টার্মিনালের লোকজন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।