বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধিঃ
মাদক দ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেছেন যে মাদক নিয়ে ব্যবসা করবে মাদক নিয়ে যারা ছিনিমিনি খেলবে তারা আমার শত্রু, সে হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান মুসলমান যেই হোক না কেন তার কোন পরিচয় নেই আমার কাছে তার একটাই পরিচয় সে অপরাধী। আমরা কাউকে ছাড় দিবোনা। আমার কথা হচ্ছে যেখানে মাদক সেখাইে আমি যাবো। তিনি বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির করণীয় শীর্ষক আলোচনা সভায়এসব কথা বলেন । এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিমা শারমিন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসাইন সহ জেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল মালেক সহ প্র্যধান শিক্ষক গন সহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন। বক্তারা সবাই পঞ্চগড় জেলাকে মাদক মুক্ত করতে প্রশাসনের মাধ্যমে বিভিন্ন প্রদক্ষেপ নেওয়ার আহবান জানায়। জেলা প্রশাসক পঞ্চগড়কে মাদক মুক্ত করতে প্রতিটি বিদ্যালয়ে মাদক বিরোধী কমিটি সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষকদের সহযোগীতা চায়। আলোচনা সভায় মাদকের ক্ষতিকর দিক, মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মাদক বিরোধী সচেতনতা নিয়ে বিষদ আলোচনা করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।