শিমুল হোসেন নিজস্ব প্রতিবেদক।
সমাজ সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২৩ এর বাংলাদেশের ভেতরে ৪ নাম্বর পেয়েছেন কালিগঞ্জ উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান ঢালী।বৃহস্পতিবার ( ৭ ই সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজধানীর বিজয়নগরে থ্রি স্টার হোটেল অরনেট এ “উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল আয়োজিত এ অনাড়ম্বর অনুষ্ঠানে ১নং কৃষ্ণনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান ঢালীর হাতে এ্যাওয়ার্ড প্রদান করেন-বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো.নিজামুল হক নাসিম ও মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম (পিএইচডি), অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ জামান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের স্পেশাল পিপি এডভোকেট মো. ফারুক-উজ জামান, সুতাকথন নারী উন্নয়ন সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌসীসহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড কাউন্সিল, বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২৩ প্রাপ্ত ১নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুর রহমান ঢালী বলেন- তিনি বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বেও তিনি ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকার অসহায়, হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করেছেন। আগামীতেও তিনি মানুষের জন্য নিজেকে উৎসর্গ করবেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।