প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৩, ৫:২৭ পি.এম
মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে শিক্ষক সমাবেশ
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ এমপিওভূক্ত মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ দাবি আদায় কমিটির আয়োজনে সোমবার (পুরাতন) উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। কমিটির সভাপতি আহসান হাবীব সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক পরেশ চন্দ্র মন্ডল, জহুরুল ইসলাম, মাসুদুর রহমান, রফিকুল ইসলাম রঞ্জু, সহকারি প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম প্রামানিক। কমিটির যুগ্ম আহবায়ক ও প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক গোলাম মোস্তফা বাবুল, শরিফুল ইসলাম, নুরুল হুদা, হোসনেয়ারা প্রমূখ। বক্তাগণ সরকারি শিক্ষক-কর্মচারির সাথে বেতন বৈষম্যদুর করে এমপিওভূক্ত মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন বক্তাগণ। জাতীয় করণের দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে চলমান আন্দোলনের সাথে একমত পোষণ করে শিক্ষক-কর্মচারিগণ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com