মোঃ আতিকুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
উত্তর চট্টগ্রামের সেচ্ছাসেবী ও রক্ত দাতা সংগঠন মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এবং হাটহাজারী মদনহাটস্থ সানাউল্লাহ পাড়া এলাকাবাসী র সহযোগিতায় হাটহাজারী থানার অন্তর্গত মদনহাটস্থ সানাউল্লাহ পাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এর ১৪ তম ফ্রি ব্লাড গ্রুফ ও নির্ণয় কর্মসূচি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৬ ফেব্রুয়ারী (২৪) শুক্রবার সকাল ১০ ঘটিকা থেকে শুরু করে বিকাল ৩ টা পর্যন্ত ক্যাম্পিং চলে।
এতে মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থী এবং এলাকার লোক জন সহ প্রায় ২০০ এর অধিক জন ফ্রি তে ব্লাড টেস্ট ৫০ জন ব্লাড পেসার টেস্ট করে নেন।এই সময় উপস্থিত ছিলেন, মানবতার কল্যাণে আমরা এবং মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স এর কার্যকারী সদস্য, জোবাইর হোসেন, তাহসিন আসিফ, খালেদ সাইফুল্লাহ, সাহেদ,রায়হান,আসাদুজ্জামাজাবেদ, রাকিব, তাসিফ,
এবং টেকনিশিয়ান টিম হিসেবে উপস্থিত ছিলেন মানবিক সংগঠন হাফেজ জিন্নাহ ব্লাড ডোনার্স এর সদস্য ওসমান গনি ওমর ফারুক জনাবা ইসরাত জাহান প্রমুখ।