স্টাফ রিপোঃর্টারঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২০২২-২৩ অর্থবছরের আর্থিক সহায়তা ও চিকিৎসার জন্য অসহায়দের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল’ এবং ‘সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল’ থেকে মোট ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, ‘মানবিক প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার কোন বিকল্প নাই’। তাই প্রধানমন্ত্রী সারা দেশে ৪১টি প্রকল্পের মাধ্যমে গরীব ও অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা সহ বিভিন্ন ক্যাটাগরিতে ঘর নির্মাণ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী খুঁজে খুঁজে সমস্ত জনগোষ্ঠীর জন্য এভাবে ভাতার ব্যবস্থা করেছেন। এ ছাড়াও আরও অনেক প্রকল্প হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী।’ এছাড়া তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলেই দেশ ও জনগণের উন্নয়ন হয়। মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তা ও চিকিৎসার জন্য উপজেলার ২৯জনের মাঝে বিভিন্ন অংকের মোট ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদিন খান তুহিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু প্রমুখ উপস্থিত ছিলেন।