বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু কালিগঞ্জের কৃতি সন্তান এ্যাডঃ আব্দুস সাত্তার পিপি নিযুক্ত হলেন কালিগঞ্জ অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন হাফিজুর রহমান কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে শাস্তির দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত  সাংবাদিকদের তথ্য না দিয়ে উধাও মাদ্রাসা সুপার,সুপারের নিয়োগ বাতিল চায় এলাকাবাসী আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যেতে হবে: মুফতী খলীল আহমদ কাসেমী  বোয়ালখালীতে এসএ সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিশ হাজার জরিমানা ফুলবাড়ীতে ছাত্রলীগ নেতা আটক চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  পুলিশের পোশাক পরে গরু চুরির আটক চারজন 

মানিকগঞ্জের সিংগাইরে ঢাকা প্রবেশ পথের চেকপোস্টের নিরাপত্তা জোরদার,সর্তক অবস্থানে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২১৪ বার পঠিত

 

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ( মোঃশামীম মিয়া)

আসছে ১০ ই ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির ) সমাবেশকে সামনে রেখে ঢাকার অন্যতম প্রবেশপথ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই সাথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।এছাড়া চেকপোস্ট এলাকায় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা বলছেন, যেকোনো ধরনের নাশকতা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের নির্দেশে তারা সর্তক অবস্থানে আছেন।সরেজমিন দেখা গেছে বৃহস্পতিবার (৮ ই ডিসেম্বর) সকাল থেকেই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা শহীদ রফিক সেতু এলাকায় পুলিশ চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশ সদস্য সংখ্যাও। চেকপোস্ট অতিক্রম করার সময় রাজধানীমুখী বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। সকালে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান চেকপোস্ট এলাকা পরিদর্শনে এসে পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ বিষয়ে পুলিশ সুপারকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের বলেন, কোনো রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে চোকপোস্টের নিরাপত্তা জোরদার করা হয়নি। সারা দেশে পুলিশের বিশেষ অভিযান ১ লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং তা ১৫ ই ডিসেম্বর পর্যন্ত চলবে।পুলিশ হেডকোয়ার্টাসের নির্দেশনা অনুযায়ী জঙ্গি, সন্ত্রাসী ও চাঁদাবাজ ধরতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।ধল্লাসহ জেলার আরও কয়েকটি স্থানে পুলিশের চেকপোস্ট রয়েছে বলে জানান তিনি।এদিকে, ধল্লা চেকপোস্ট এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সিংগাইরের ধল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূইয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। তারা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূইয়া বলেন, আসছে ১০ই ডিসেম্বর ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে বিএনপি দেশব্যাপী নাশকতার পরিকল্পনা করছে। যে কোন ধরনের নাশকতা পরিস্থিতি এড়াতে এবং তা মোকাবিলা করতে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আমরা সর্তক অবস্থানে আছি,থাকব। ধল্লা চেকপোস্ট এলাকায় ১০ ডিসেম্বর পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।