জেলার শিবালয় উপজেলার একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
রোববার (০৩ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার বরঙ্গাইল বাজার সংলগ্ন একটি কবরস্থানে বেশ কিছু কবর খনন করা অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কবর খনন করা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশের একটি দল কবরস্থানে পৌঁছে বেশ কিছু কবর আংশিক এবং ৭/৮টি পুরোপুরি খনন করা দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কবরস্থান থেকে বেশ কিছু কঙ্কাল চুরি হতে পারে। শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রশীদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা কবরস্থানে এসেছি। আংশিকভাবে ৫/৬টি এবং ৭/৮টি কবর পুরোপুরি খনন করা অবস্থায় পেয়েছি। তবে কঙ্কাল চুরি হয়েছে কি না সেটা এখনই বলতে পারছি না।