আমজাদ হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে দিবসটির সুচনা হয়।
সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বেদীতে পূস্পস্তবক অর্পণ করেন,উপজেলা প্রশাসন,বীরমুক্তিযোদ্ধা, মান্দা সার্কেলের সহকারি পুলিশ সুপার, মান্দা থানার ওসি,উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্স,পল্লী বিদ্যুত অফিস,সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন,কর্মজীবী,পেশাজীবী,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও। পূস্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্বরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকাল সাড়ে ৮ টার দিকে শহীদ বেদীতে পূস্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্বরণে বিশেষ মোনাজাত করা হয়।
শেষে বিজয় মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া সকল কর্মকর্তাদের নিয়ে স্টল পরিদর্শন করেন।এসময় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে,সাধারণ সম্পাদক ডাঃ একরামুল বারী টিপু।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শেষ হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।