মোঃ রায়হান আলী,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ১ নং ভারশোঁ ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার (২৯ মে) বেলা ১২ টার সময় ইউনিয়ন পরিষদের হলরুমে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে ইউপি সচিব প্রদীপ কুমার মন্ডল এই উন্মুক্ত বাজেট ঘোষনা করেন।
উন্মুক্ত বাজেটে রাজস্ব ও পরিষদের উন্নয়ন বাবদ মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৭৭ লক্ষ ২৫ হাজার ৯০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৪ লক্ষ ৫ হাজার ৪ শত ৭৮ টাকা। সর্ব সাকুল্যে উদ্বুত্ত থাকে ৩ লক্ষ ১৯ হাজার ৬ শত ১২ টাকা।
উন্মুক্ত বাজেট প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জমান বানু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মহিলা ইউপি সদস্য জিন্নাতুন্নেছা,ইউপি সদস্য চাঁন মোহাম্মাদ,মাষ্টার জসিম উদ্দীন বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।