নিজস্ব সংবাদদাতাঃ
হাটহাজারী উপজেলা শিকারপুর ইউনিয়নের পশ্চিম কুয়াইশ কালা মিয়া মাতব্বর এর বাড়ি প্রকাশ ওসমান আলী মেম্বারের বাড়ী, আবদুল মন্নান (৪৫) পিতা মৃত জেবল হোসেন।
আবদুল মান্নান দীর্ঘদিন মোহরা দোকানে ব্যবসা
করে আসছেন।পশ্চিম মোহরা শামসুদ্দিন মাজার গেইট ব্যবসায়ী সমিতির সভাপতি। বিভিন্ন সুন্নি সংগঠনের সাথে মেহনত করে যাচ্ছেন। মাইজভান্ডার
দরবার শরিফের একান্ত ভক্ত আব্দুল মন্নান।
পরিবার স্ত্রী তিন কন্যা মা সহ অভাব অনেটনের
সংসার , ব্যবসাও এতো ভালো নেই গ্রেফতারের
পরপরে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় আব্দুল মান্নানে তিন কন্যার।
আশেপাশে কিছু মানুষ মান্নানকে শত্রুতা করে
মামলা দিয়ে তাকে হারানি করে যাচ্ছে জনশ্রুতি আছে , মন্নান
সাধারণ একজন দোকানদার ব্যবসায়ী,আশেপাশে
দোকানদার বলেন আবদুল মান্নান কোন রাজনীতিক সংগঠনের সাথে জড়িত নয়, শুধু আশেপাশের
কিছু নরকের কিটরুপি মানুষ তার সাথে দুশমনি করে তাকে মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। কি অপরাধ ছিল মন্নানের? জনগণের কাছে বিচার প্রার্থী।