আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
চলমান পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের রুখতে ফরিদপুরের সালথায় পুলিশের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে। সালথা থানা পুলিশের একটি বিশেষ টিম বৃহস্পতিবার (১৪ মার্চ) দিন ব্যাপী সালথা সদর বাজার সহ উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করেন। এসময় পুলিশের পক্ষ থেকে ক্রেতা ও বিক্রতাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান এর দিক নির্দেশনায়, পুলিশের পক্ষে সালথা সদর বাজার মনিটরিং করেন, এসআই কবিরুল হক, এসআই আবুল কালাম আজাদ। এসময় আরও উপস্থিত ছিলেন সালথা বাজার কমিটির সভাপতি ফারুকুজ্জামান ফকির মিয়া, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চু প্রমূখ।
সালথা থানা পুলিশের এসআই আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের প্রকাশ্যে মূল্য তালিকা টানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্বল্প মুনাফায় ভেজাল মুক্ত পণ্য বিক্রি ও খাদ্য পণ্যের সাথে দাহ্য পদার্থ না রাখার পরামর্শ প্রদান করেন। ক্রেতাদের উদ্দেশ্য বলেন, মূল্য তালিকা দেখে আপনার যতটুকু পণ্য দরকার ততটুকু ক্রয় করুন। অতিরিক্ত পণ্য ক্রয় করলে তা বাজার দামের উপর প্রভাব ফেলে। ব্যবসায়ীদের মাঝে কোন অনিয়ম চোখে পরলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।