মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ
শুক্রবার (২ জুন) বিকেলে টাঙ্গাইল মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের দক্ষিণ নবগ্রাম মসজিদের সামনে মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই সানি
উয়ার্শী ইউনিয়নের জনগণ ও আ.লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এছাক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল আজিজ সরকার, উয়ার্শী ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আজিমা খান মিস্টু, সাবেক উপজেলা আওয়ামী লীগ সদস্য সাইদুর রহমান সুফল, উয়ার্শী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান সিটু, আনাইতারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান, সাবেক মির্জাপুর উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ইউসুফজাই রেমন, আব্দুল লতিফ সাবেক সভাপতি আনাইতারা ইউনিয়ন আওয়ামী লীগ, মিনহাজ উদ্দিন মির্জাপুর উপজেলা কৃষক লীগ, এডভোকেট নাছির, মহিদুল ইসলাম, ওমর আলী, আবু তালেব, সোনা মিয়া, ওয়াহেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্যকালে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী রাফিউর রহমান খান ইউসুফজাই সানি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, একটি জাতির উন্নতি কেমন হবে, ভবিষ্যৎ কেমন হবে কেমন নেতা নির্বাচন করবে সেটা নির্ধারণ করার দায়িত্ব জনগণের। যেমন জনগণ তেমন নেতা হবে, আমরা যদি ভাল জনতা হই ভাল নেতা নির্বাচন করবো। আমার বিশ্বাস এই উয়ার্শী ইউনিয়নের মানুষ অত্যন্ত ভাল মানুষ তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এসময় উপস্থিত জনতা হাত তুলে তাকে সমর্থন জানান।