মোঃ সবুজ খান, মির্জাপুর টাংগাইলঃ
টাংগাইল জেলা মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মির্জাপুর উপজেলা পৌর শহরে বাসস্ট্যান্ড সংলগ্নে সামনে বিভিন্ন ইউনিয়নের গরিব-দুঃখী, মেহনতী সাধারণ মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ, মির্জাপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সার্বিক তত্বাবধানে এবং সদস্য সচিব সোহেল তাজের পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার বিতরণে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, ভিপি নুরুল হক নুরের শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ আলী ভাই, গণঅধিকার পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, গণঅধিকার পরিষদ, মির্জাপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সোনালী আক্তার; যুগ্ম সদস্য সচিব এম কে মোমিন সিকদার, মোঃ সাইফুল ইসলাম; বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাবিত খান শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজ খান, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, মির্জাপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলামসহ আরো নেতৃবৃন্দ।