মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
টাংগাইল জেলা মির্জাপুর পৌর শহরে অবস্থিত এ-ই প্রথম বাইক থ্যারাপি সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাইক থ্যারাপির পরিচালক মোঃ রানা,মোঃ জাবীন আহমেদ, হাজী আবুল হোসেন।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মাজহারুল ইসলাম শিপলু।ওয়াহিদ, সোহেল,
আজ মঙ্গলবার দুপুরে এই সু রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। মির্জাপুর বাইক থ্যারাপি সেন্টারের পরিচালক রানা বলেন এখানে অতি যত্ন সহকারে অভিজ্ঞ টেকনিশিয়ান ধারা সকল প্রকার বাইক মেরামত ও ওয়াশ করা হবে।
আমরাই এই প্রথম মির্জাপুরে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে যে কোন বাইক মেরামত করতে সক্ষম হব। লোকেশন: জহুর বাড়ির মোড়,কুতুব বাজার রোড,পোষ্টকামুরী,মির্জাপুর টাংগাইল।