মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
আজ জেলা প্রশাসন, টাঙ্গাইল কর্তৃক টাঙ্গাইল জেলায় জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগের অংশ হিসেবে আজ ১৫ জুলাই ২০২৩ তারিখ সকাল ১০:৩০ মিনিটে মির্জাপুর উপজেলা পরিষদের এর সম্মুখে মির্জাপুর উপজেলার বৃক্ষ রোপণ উৎসব আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাংগাইল ৭ মির্জাপুর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খান আহমেদ শুভ।আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার শেখ আবু সালেহ করিম। মির্জাপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শামীমা আক্তার সিফা।মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার।আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।