মোঃ সবুজ খান,টাংগাইল থেকেঃ
টাংগাইল জেলা মির্জাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদীদল বি এন পি বিদুৎ,গ্যাস-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ-পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়ন ও সাবেক বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি’র দাবীতে মির্জাপুর উপজেলা’য়,,
অবস্থান কর্মসূচিঅনুষ্ঠিতহয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক, সাবেক এমপি,
জননেতা_আবুল_কালাম_আজাদ_সিদ্দিকী।
সভাপতিত্ব করেন:
জনাব_এ্যাডভোকেট_আব্দুর_রউফ।
ভারপ্রাপ্ত সভাপতি, মির্জাপুর উপজেলা বিএনপি।
সঞ্চালনা করেন:
জনাব_খন্দকার_সালাউদ্দিন_আরিফ।
সাধারণ সম্পাদক,মির্জাপুর উপজেলা বিএনপি।
জনাব_এস এম মহসীন।
সাধারণ সম্পাদক, মির্জাপুর পৌর বিএনপি।
আরও উপস্থিতছিলেন:মির্জাপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।