মোঃ সবুজ খান টাংগাইলঃ
উক্ত মানববন্ধনে মির্জাপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব সোহেল তাজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মির্জাপুরের কৃতি সন্তান জনাব তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- ৭১’র মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের এদেশীয় দোসররা যেমন সেই সময়ের রাজাকার ছিলো, আজ যাঁরা জনগণের ভোটাধিকার, ভাতের অধিকার, বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে এবং যারা জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকা ও প্রবাসীদের রেমিট্যান্স বিদেশে পাচার করছে তারা হলো বর্তমান সময়ের রাজাকার, দেশ ও জনগণের শত্রু।
তিনি আরো বলেন, কয়লা, ফার্নেস অয়েল আসে হলো বিদেশ থেকে, কয়লা কিংবা ফার্নেস অয়েলের সংকটে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে না, মূলত বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে বর্তমান আওয়ামী সরকারের দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ লুটেরা এমপি-মন্ত্রীদের ডলার তথা বৈদেশিক মুদ্রা পাচার করার কারণে।
উক্ত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক জহিরুল ইসলাম ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, বিপ্লবী সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর, বাসাইল উপজেলা গণঅধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক রাকিবুল হাসান ভুইয়া, সখিপুর উপজেলা গণঅধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আব্দুর রহিম, টাংগাইল জেলা ছাত্র অধিকার পরিষদ এর সিনিয়র সহ-সভাপতি ফাহাদুল ইসলাম, মির্জাপুর গণঅধিকার পরিষদ এর যুগ্ম সদস্য সচিব মোমিনুর সিকদার, যুগ্ম সদস্য সচিব রুবেল হোসেনসহ জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।