মোঃ সবুজ খান স্টাফ রিপোর্টার টাংগাইলঃ
টাংগাইল জেলা মির্জাপুর উপজেলায় মির্জাপুর বরটিয়া ইন্ টাচ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা ট্যালেন্ট টিভি সি ও সাংবাদিক সাঈদ আল মামুন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর ভবানীপ্রসাদ সাহা অধ্যক্ষ তাহমিনা জাহান শিলা। প্রধান অতিথির বক্তব্যে বলেন মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়ার মাহফিলে আসতে পেরে সকলকে ধন্যবাদ জানান। তার বক্তব্যে আরো বলেন এত সুন্দর আয়োজন করা হয়েছে এখানে না আসলে বুঝতে পারতাম না। তিনি বলেন তার বিশ্বাস অনলাইনে যারা সাংবাদিক আছেন সকলেএকত্রিত হয়ে সত্য সংবাদ পরিবেশন করবেন। বতমানে সকলের কাছে মোবাইল হওয়ায় সাথে সাথে যে কোন ঘটনা দুর্ঘটনা সংগে সংগে পেয়ে যায়। তার বক্তব্য তিনি সকল সাংবাদিকদের ধন্যবাদ জানায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম জনি উপদেষ্টা উয়াশী ইউনিয়ন আওয়ামী লীগ।ইঞ্জিনের ফারুক হোসেন সম্রাট সভাপতি ভাওড়া ইউনিয়ন বিএনপি। মোঃ গফুর খান মনা মেম্বার উয়াশী ইউনিয়ন পরিষদ।মোঃ আমিনুর রহমান প্রধান শিক্ষক উয়াশী পাইক পাড়া এম ইয়াসিন এন্ড ইউনুস খান উচ্চ বিদ্যালয়।ডাঃ আশরাফুল ইসলাম চক্ষু বিভাগ মির্জাপুর কুমুদিনী হাসপাতাল। আরো উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ। মির্জাপুর ধামরাই অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।