মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নে পোস্টার লাগানোর সময় নৌকার সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে দুই জন।
আহতরা হলেন ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও নৌকার সমর্থক আব্দুল সামাদ এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বাদশা মিয়া (৩০)।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে ইউনিয়নের পূর্ব রাঢ়ীপাড়া তিনরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় সামাদকে স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
তার চোখে ও পিঠের দুইপাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসা ডা. এ এস এম ফেরদৌস। অপরদিকে বাদশা মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদ সদস্য সুরুজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে নৌকার সমর্থকেরা তাদের সমর্থকদের উপর হামলা চালায়। এতে তাদের এক কর্মী বাদশা মিয়া আহত হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার উপ পরিদর্শক মাঈনউদ্দিন জানান, পোস্টার লাগানোর সময় একজনকে মারধোরের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।#