মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের মারধরে নিহাদ ঢালী (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, বুধবার সন্ধ্যায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারিতে জড়ায় দুই চাচাতো ভাই নিহাদ ও লিজন ঢালী। তখন লিজন ঢালী নিহাদকে বেধড়ক কিল-ঘুষি মারে।
এতে সে গুরুতর আহত হয়। তখন স্থানীয়রা তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আশিক চৌধুরী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কিশোরের মৃত্যু হয়েছে। তবে শরীতে গুরুতর আঘারের চিহ্ন নেই।
ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মুন্সিগঞ্জ সদর থানায় উপ-পরিদর্শক মফিজুর রহমান জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারিতে কিশোরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।