মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গ্ৰাম পুলিশ মৌসুমী আক্তার, এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
শনিবার সকালে টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
গ্ৰাম পুলিশ মৌসুমী আক্তারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে মৌসুমী আক্তার টাকা পয়সা, গহনা, জমি সংক্রান্ত বিষয়ে এলাকাবাসীকে শুধু শুধু হয়রানি করে থাকে।
এ ছাড়াও এলাকাবাসীর ও চেয়ারম্যান কাছ থেকে আরও জনা যায় যে মৌসুমী আক্তার গ্ৰাম পুলিশ হয়ে পুলিশের পোশাক পরিধান করে।
পুলিশের পোশাক পরে বিভিন্ন স্থানে গিয়ে চাঁদাবাজি ও মারপিট সহ সন্ত্রাসী হামলার মত কাজকর্মের অভিযোগ উঠেছে মৌসুমী আক্তার এর বিরুদ্ধে।
বেতকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে মৌসুমী আক্তার মানুষকে বিভ্রান্ত করে ভয় ভীতি দেখিয়ে টাকা পয়সা জমি সংক্রান্ত বিরোধের সাথে জড়িত আছে বলে বিভিন্ন গ্ৰামের এলাকাবাসী জানায়।
এ বিষয়ে জানতে চাইলে বেতকা ইউপি চেয়ারম্যান বলেন, আমি চেয়ারম্যান হইছি কিন্তু মৌসুমী আক্তার গ্ৰাম পুলিশ কিন্তু আমারে মানে না এবং কি সে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে সাড়া দেন না ও বিরুদ্ধে আমার কাছে আগে পারে অনেক অভিযোগ রয়েছে।
এ সময় মানববন্ধনের বিষয়ে গ্ৰাম পুলিশ মৌসুমী আক্তারের কাছে মুঠো ফোন জানতে চাইলে বিভিন্ন অপত্য ভাষায় গালাগালি ও মামলা হুমকি দেয় সাংবাদিকদের। জাতীয় দৈনিক পত্রিকা আজকের বসুন্ধরার স্টাফ রিপোর্টার সালমান হাসানকে মামলার ও প্রশাসনিক এবং মাদকের হুমকি দেয় মৌসুমী আক্তার।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।