মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে প্রচার-প্রচারণায় বাধা হুমকি ও আতঙ্কিত পরিবেশ তৈরির অভিযোগ তোলে সংবাদ সম্মেলন করেছেন মেয়র প্রার্থী মাহতাবউদ্দিন কল্লোল।
রবিবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন ও তার স্বামী মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ফয়সাল বিপ্লব প্রভাব খাটিয় আতঙ্কিত পরিবেশ তৈরির মাধ্যমে ভোট কাস্টিং কমানোর অপ-তৎপরতা অভিযোগ করেন নাড়িকেল গাছ প্রতীকের এই প্রার্থী।
মেয়র প্রার্থী কল্লোল বলেন, নির্বাচনের শুরু থেকেই বিভিন্ন ভাবে বাঁধে দিচ্ছে প্রতিপক্ষ জগ প্রতীকের প্রার্থী ফাহরিয়া আফিরনের লোকজন। প্রচারনার প্রথম দিন গেল ২৩ ফেব্রুয়ারী পৌরসভার রণছ রুহিতপুর এলাকায় কল্লোল পক্ষে ভোট চাওয়া তাদের সমর্থক অপু আমার মহিলা কর্মী লাকিকে গালিগালাজ ও শ্লীলতাহানি করেছে। তার বাড়িঘরে হামলা করেছে। ওইদিন বিকালে শহরের মানিকপুর এলাকায় আমার সহধর্মিণী জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা বেগম লিপির পথরোধ করে তার সাথে থাকা ছাত্রলীগ কর্মী শান্তকে ছুড়ি দিয়ে আঘাত করে জখম করেছে। পরদিন গতকাল ২৪ ফেব্রুয়ারী শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় ভোট চাইতে গেলে জগ প্রতীকের সমর্থক সোহেল মহিলা কর্মী পুতুলসহ তার সাথে থাকা মহিলাদের লাঞ্চিত ও অপদস্ত করে। একইদিন দক্ষিণ ইসলামপুর এলাকায় জগ প্রতীকের সমর্থক মনির আমার মহিলা কর্মী হালিমা, মঞ্জু ও সাফাকে লাঠি দিয়ে পেটাতে এগিয়ে আসে। এসময় তারা স্থানীয়দের সহয়তায় প্রাণে বেঁচে ফেরে।
নিপীড়নের মাত্রা দিনদিন আরো বাড়ছে ও এসব ঘটনায় থানায় এপর্যন্ত ৫টি অভিযোগ করেছেন জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন ভয় পাচ্ছেন। তার পেছনে যে শক্তিটি কাজ করছে তাদের উদ্দেশ্য মূলত সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ প্রতিষ্ঠা করা ও মুন্সিগঞ্জ পৌরসভাকে 'টেন্ডারবিহীন' লুটপাটের অভয়ারণ্যে পুন:প্রতিষ্ঠা করা।
এমতাবস্থায় সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নিরপেক্ষ প্রশাসনিক আচরণের দাবি জানান মাহতাবউদ্দিন কল্লোল।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।