লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে শর্ট-সার্কিটের আগুনে পুড়েছে ১টি বসত ঘরের ৫টি রুম সহ ভেতরে থাকা মালামাল। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
গতকাল ২৫শে ফেব্রুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মাদবর বাড়ী ব্রীজ সংলগ্ন ফরিদ হোসেনের বাড়ির সামনে সালাম ঢালীর একটি ভাড়া বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল আনুমানিক রাত ৮ ঘটিকার সময় ঘরের মধ্যে হঠাৎ আগুনের ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা,পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে একটি বাড়ীর পাঁচ টা রুমে,এরপর প্রথমে স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা চালায এবং ফায়ার সার্ভিসের জন্য এলাকা বাসীরা ৯৯৯ ফোন করে পরে মু্ন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
প্রায় ৪৫ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এর আগেই আগুনে পুড়ে গেছে টিন-কাঠের তৈরি ১টি চৌচালা বাড়ির পাঁচটি রুম সহ ভেতরে থাকা সব ধরনের মালামাল। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ইনচার্জ, মো:আবু ইউসুফ জানান, গতকাল রাত ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিভাতে চেষ্টা চালায়, পরে ৪৫ মিঃ চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তিনি আরো বলেন,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত জানা না গেলেও বেশ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
এছাড়াও এই অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বাড়িটির আশেপাশের প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি সহ বেশ কয়েকটি আবাসিক ভবন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।