সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর ৫৫তম জন্মদিন পালন  কালিগঞ্জে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  কালিগঞ্জ প্রেসক্লাবে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত  “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” জানিয়েছেন মজিবুর রহমান দেওয়ান কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে  বকশীগঞ্জের মুনীরা বেগম জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ভাঙ্গায় এখনও ছাত্রীদের ক্লাস নেন সেই “লম্পট” আজাদ! (পর্ব-১) মুন্সীগঞ্জে মামলার পলাতক আসামি গ্ৰেফতার। বকশীগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন পদত্যাগী সভাপতি এখন মাঠে সরোব। তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের ক্ষোপ ।

মুন্সিগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন মেধাবৃত্তি-২০২৩ পরীক্ষা।

শনিবার (২ ডিসেম্বর) স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে সকাল ১০টায় স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চবিদ্যালয় ও দুপুর আড়াইটায় বজ্রযোগিনী জয়কালী উচ্চবিদ্যালয়ে দুইটি ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে প্রথম ধাপে টংগিবাড়ি উপজেলার মাধ্যমিক পর্যায়ে ১৮টি বিদ্যালয়ের ৩৪০ জন শিক্ষার্থী ও দ্বিতীয় ধাপে মুন্সিগঞ্জ সদর উপজেলার ২৪টি বিদ্যালয়ের ৪০০ জন শিক্ষার্থী সহ মোট ৭৪০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এছাড়া আগামী সোমবার (৪ ডিসেম্বর) তৃতীয় ধাপে সিরাজদিখান উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা জানান, মুন্সিগঞ্জ সদর, টংগিবাড়ি ও সিরাজদিখান উপজেলার মাধ্যমিকের ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। উত্তীর্ণদের মধ্য থেকে প্রথম সারির শতাধিক শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হবে। সাধারণ ও ট্যালেন্টপুল দুটি বিভাগের এককালীন তিন হাজার থেকে চার হাজার টাকা দেওয়া হবে। সাথে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হবে। চলতি বছরের ডিসেম্বর মাসের শেষে এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

৮০ নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞানসহ চারটি পাঠ্যবই এর উপর পরীক্ষা নেওয়া হচ্ছে। পাশাপাশি বৃক্ষরোপণের ওপর অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে।

মেধাবৃত্তি-২০২৩ এর পরীক্ষা নিয়ন্ত্রক জসিম মোল্যা বলেন, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারেও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতে পেয়ে আমরা আনন্দিত। দ্বিতীয় পর্যায় জেলার তিনটি উপজেলায় নিয়ে এ মেধাবৃত্তির আয়োজন করা হলেও ভবিষ্যতে বাকি উপজেলাগুলোকে এ বৃত্তির আওতায় আনা হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।