মো রাসেল সরকার, গজরিয়া প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক প্রাইভেটকার চালক নিহত ও অপর একজন আহত হয়েছে।
হত প্রাইভেটকার চালকের নাম আব্দুর রহিম (৫০)। সে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রেজ্জাকপুর গ্রামের সুরত আলীর ছেলে। আহত অপরজন প্রাইভেটকার যাত্রী অজ্ঞাত পুরুষ (৪৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি সাদ্দাম হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে আসলে চালক নিয়ন্ত্রণ হারান।
এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা এক যাত্রী। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
বিষয়টি সম্পর্কে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদ হোসেন বলেন, নিহতের লাশ বর্তমানে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িতে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।