মুন্সিগঞ্জ সদরের নাহাপাড়া এলাকায় বসতঘরের পেছন থেকে ঝর্ণা বেগম (৪০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত মোহাম্মদ মহসিন মিয়ার স্ত্রী ও একই গ্রামের জয়নাল কাজীর মেয়ে।আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর থানা–পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ঝর্ণা বেগমের স্বামী মহসিন মিয়া মারা যাওয়ার পর থেকেই ঝর্ণা বেগম তাঁর স্বামীর বাড়িতেই বসবাস করে আসছিলেন। তাঁর এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে এবং এটি হত্যাকাণ্ড কিনা তা জানা যায়নি।