শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ

মুন্সিগঞ্জ স্টেডিয়ামে স্বাধীনতা কাপের উদ্বোধনী খেলায় মোহামেডান জয়ী 

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১২৯ বার পঠিত

কাজী বিপ্লব হাসানঃ

দেশের ফুটবল লীগের প্রথম ঘরোয়া আসরে স্বাধীনতা কাপের মূলপর্ব আজ ১৩ নভেম্বর থেকে শুরু হয়েছে। মুন্সীগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মূলপর্বের উদ্বোধনী খেলা দিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। বি পি এল ফুটবলের পর স্বাধীনতা কাপের এই আসর নিয়ে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে ফুটবল প্রেমিদের মধ্যে একটি বিশেষ আনন্দ উৎসব লক্ষ করা যাচ্ছে। আজ উদ্বোধনী দিনে দুপুর ২ টায় মোহামেডান স্পোটিং ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনী মুখোমুখি মাঠে নেমেছে। খেলা শেষে মোহামেডান স্পোটিং ক্লাব ২ – ০ গোলে বাংলাদেশ নৌাবহিনীকে পরাজিত করে জয়লাভ করে। মোহামেডানের পক্ষে প্রথম গোলটি করে সোলেমান ও দ্বিতীয় গোলটি কর্ণার থেকে করে জাফর ইকবাল।

এবারের স্বাধীনতা কাপ মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ ও কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্টিত হবে। এরমধ্যে মুন্সীগঞ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্টিত হবে ১৩ টি ম্যাচ। আজ ব্যতীত ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৪, ২৬ ও ৩০ নভেম্বর এবং ৪ঠা ডিসেম্বর এই টুর্নামেন্ট এই মাঠে অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার লীগের ১১ টি দল সরাসরি এই স্বাধীনতা কাপের মূল পর্বে খেলছে। বাকি ৫ টি দল ও বাছাই পর্বের মাধ্যমে জয়ী হয়ে আসছে। এবারের স্বাধীনতা কাপে ৪টি গ্রুপে মোট ১৬ টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো: এ গ্রুপ- মোহামেডান স্পোটিং ক্লাব, শেখ রাসেল ক্লাব, ফর্টিজ ক্লাব ও বাংলাদেশ নৌবাহিনী। বি গ্রুপ- বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, আজিমপুর ক্লাব ও ইয়ং মেন্স ক্লাব। সি গ্রুপ- আবাহনী ক্লাব, মুক্তিযোদ্ধা ক্লাব, বিমানবাহিনী ক্লাব ও উত্তরা ফুটবল একাডেমি। ডি গ্রুপ- শেখ জামাল ক্লাব, বাংলাদেশ পুলিশ এফসি, রহমত গঞ্জ ও বাফুফে একাডেমি। উক্ত খেলায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, মুন্সিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি নজরুল ইসলাম ও বর্তমান জেলা ক্রীড়া যুগ্ম সম্পাদক আয়নাল হক স্বপন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।