নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জ ৩ (গজারিয়া -মুন্সিগঞ্জ) সদর আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেয়ার জন্য জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম আজ২৪শে নভেম্বর বৃহস্পতিবার ক্রয় করবেন মুন্সিগঞ্জ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এ, এফ, এম আরিফউজ্জামান (দিদার)।
আজ ২৪শে নভেম্বর রাজধানী ঢাকার বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মুন্সিগঞ্জ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে তা জমা দিবেন।
এ, এফ, এম আরিফউজ্জামান দিদার মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে জাতীয় ছাত্র সমাজের মুন্সিগঞ্জ জেলা সমাজের সভাপতি এবং ১৯৮৭ সালের সরকারি হরগঙ্গা ছাত্র সংসদ নির্বাচনে স্বপন আজিম দিদার পরিষদের এজিএস পদে নির্বাচন করেন।
এরশাদ মুক্তি আন্দোলনে মুন্সিগঞ্জ জেলা ব্যাপী গণঅনশন, স্বেচ্ছা কারাবরণসহ জোরালো ভূমিকা পালন করেন। পরবর্তীতে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মুন্সিগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৪ সাল হতে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জেলা ব্যাপী সংগঠনকে শক্তিশালী করার জন্য জোরালো ভূমিকা পালন করে। বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে এই আসনে তিনি একজন শক্তিশালী প্রার্থী ছিলেন।
এখন পর্যন্ত এই আসন থেকে যারা দলীয় মনোনয়ন চাইছেন তাদের মধ্যে দলীয় নেতাকর্মীদের সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন এ, এফ, এম আরিফউজ্জামান দিদার। জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও বিরোধীদলীয় অন্যান্য নেতাকর্মীদের কাছেও এ, এফ, এম আরিফউজ্জামানের গ্রহণযোগ্যতা রয়েছে।