জিতু রায়, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রাপাতে ও লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ২জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া গ্রামে (বড়কান্দি) শাহেদ (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শাহেদ ওই গ্রামের মোশাররফ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার চরবাউশিয়া বড় কান্দি গ্রাম সংলগ্ন গোমতী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় শাহেদ। বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে মারা যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা গেছে, বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদের হাসপাতালে শাহেদকে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) আজাদ রহমান বলেন, বিষয়টি আমরা অবগত রয়েছি, নিহতের লাশ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের পরিবারের দাবির পরিপেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোক্তার দেওয়ান(৫০) নামে ট্রলারের এক চালক নিহত হয়েছে। আহত হয়েছেন ট্রলারের থাকা এক যাত্রী জাহিদ হাওলাদার(৩৫)।
নিহত মোক্তার দেওয়ান গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের সোনাইরকান্দি গ্রামের মৃত কেরামত আলী দেওয়ানের ছেলে। আহত জাহিদ হাওলাদার একই ইউনিয়নের গোসাইরচর গ্রামের মিলন হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে মেঘনা নদীতে সোনারগাঁও মোহনায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার নারায়নগঞ্জ এর পদ্মা ডিপু হইতে তেল ক্রয় করে ট্রলার যোগে গজারিয়ায় ফিরছিলেন তারা। পথে মধ্যে তেলবাহী ট্রলারটি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। এসময় বরিশাল থেকে সদরঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চের সাথে ধাক্কা লেগে ট্রলারটি উল্টে যায়। পরে নদী থাকা জেলেরা ট্রলারের চালক মোক্তার দেওয়ানের লাশ ও গুরুতর আহত অবস্থায় জাহিদ হাওলাদার কে উদ্ধার করে। জাহিদ হাওলাদার বর্তমানে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রাজিব খান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।