মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পালপাড়া সৎসঙ্গ দুর্গা ও কালী মন্দির পরিচালনা কমিটির মতবিনিময় সভা হয়েছে।
শনিবার মন্দির প্রাঙ্গনে এ মতবিনিময় সভা হয়। মন্দির কমিটির সভাপতি প্রদীপ পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার বর্মনে সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল, সাবেক সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, বিমল পাল, সমাজ কল্যাণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, মুন্সীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী নূপুর, সহ-সভাপতি পলাশ দাস, টঙ্গীবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কেশব ঘোষ, সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ বাবু, সহ-সভাপতি রঞ্জিত দেবনাথ, সহ-সভাপতি দিলীপ ঘোষ, সাবেক সহ-সভাপতি মৃদুল পাল, কোষাধ্যক্ষ প্রদীপ মন্ডল, মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক রাজীব পাল রনি, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য কৃষ্ণ পাল শংকর কর্মকার, বাগমামুদালী পাড়া শ্যামা পূজা কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ হাজরা, পালপাড়া সৎসঙ্গ দুর্গা ও কালী মন্দির যুগ্ম সাধারণ সম্পাদক মিনাল পাল, উপদেষ্টা মঙ্গল পাল, গোপীনাথ পাল, মাধব সরকার, মানিক সরকার, গনেশ পাল, অরুণ পাল, মধু পাল ও ফিরোজ আলম বিপ্লব।
মতবিনিময় সভায় মন্দির সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, পালপাড়া হিন্দু সম্প্রদায়ের উদ্দোগে বহু বহু বছর পূর্বে থেকেই নিজস্ব জায়গায় পূজা হত বর্তমানে হাসপাতাল সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হওয়াতে পূজার নিজস্ব জায়গা সংকট দেখা দিয়েছে। এমতাবস্থায় বিগত কয়েক বছর যাবত বিভিন্ন জায়গায় প্রশাসনের সহায়তায় পূজা পরিচালনা হচ্ছে।
এখন যে জায়গায় পূজা হচ্ছে জায়গাটি পূজার জন্য বরাদ্দ করলে এখানে বসবাসরত প্রায় পাঁচশত পূজারী প্রতি বছর বিভিন্ন দেব-দেবীর পূজা করতে পারবে এবং এটাই হবে এখানকার একমাত্র পূজার স্থান। এসময় উপস্থিত অতিথিবৃন্দ কালীপূজা মন্ডপ পরিদর্শন করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।