গত ৪ আগস্ট মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে বিএনপি নেতাকর্মীরা।
বুধবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ইসলামপুর এলাকায় নিহত ৩ পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করে তাদের হাতে সহযোগিতার অর্থ তুলে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আর্থিক সহযোগিতা ছাড়াও যেকোনো প্রয়োজনে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নেতাকর্মীরা।
পরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, দেশজুড়ে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা সরকারের বিচারের দাবি তোলা হবে। একইসঙ্গে রাষ্ট্রকর্তৃক নিহতদের শহীদী মর্যাদার জন্য বিএনপি কাজ করবে। নিহত পরিবারের কর্মসংস্থানসহ যেকোনো প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়ের কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সাইদুল রহমান বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, দজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ, সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ আরও অনেকে।