প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৪, ৬:৪২ পি.এম
মুন্সীগঞ্জে আমার স্কুল, আমার বাগান কর্মসূচি উদ্বোধন
মো. নাজির হোসেন, মু্ন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে আমার স্কুল,আমার বাগান শীর্ষক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ফেব্রুয়ারি) সকালে মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন।
শৈশবকালে বৈচিত্রপূর্ণ তরুরাজির সঙ্গে ভালোবাসার বন্ধন বিনির্মানে মুন্সীগঞ্জ জেলার ৬১০টি প্রাথমিক ও ১২৭টি মাধ্যমিক বিদ্যালয়ে সুদৃশ্য বাগান করার পরিকল্পনা হাতে নিয়েছে জেলা প্রশাসন।
প্রথম দিনে মুন্সীগঞ্জের ৯টি বিদ্যালয়ে বাগান কার্যক্রম শুরু হয়েছে। ধাপে ধাপে সবগুলো বিদ্যালয়ে বাগান কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুজাফর রিপন বলেন, এটি আসলে আমরা শুরু করেছি এই প্রত্যয় নিয়ে, শিশুরা যদি ছোট বেলা থেকেই এরকম একটি বাগানের সাথে বিভিন্ন ধরনের গাছের সঙ্গে তাদের বন্ধন গড়ে ওঠে।
দেখা যাবে শিশুরা যখন বড় হবে তখন তারা এটি কন্টিনিউ করবে। আমরা জানি যে স্কুল হচ্ছে সবচেয়ে আনন্দের একটি যায়গা, এটিকে আমরা যত বেশি আনন্দময় করতে পারবো আমাদের শিক্ষা তত বেশি বাস্তবমুখী হবে। এবং সফল হবে।
তিনি আরও বলেন, আমরা প্রত্যেকটি স্কুলে এ জেলায় আমার স্কুল, আমার বাগান শিরোনামে বাগান করার উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে আমরা মনে করি তারা বাড়ির আঙ্গিনায় ছোট ছোট বাগান করবে এবং তারা গাছাপালার সাথে পরিচিত হবে যেটি সারাজীবন তাদের কাজে লাগবে বলে মনে করি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com