মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্বৃত্তদের গুলিতে উজ্জল খালাশী ওরফে বাবলার (৪০) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শহরের মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মুন্সীগঞ্জ ও মতলব উত্তরের সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানববন্ধন করে।
এসময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানিয়ে অন্যদের মধ্যে বক্তৃতা করেন নিহত উজ্জল খালাশীর মা ফরিদা বেগম, স্ত্রী আফসানা আক্তার, মামা বাহাউদ্দিন বেপারী, বোন শিউলী আক্তার, রূপালী আক্তার প্রমুখ।
প্রসঙ্গত: গত ২২ অক্টোবর সকালে জেলার গজারিয়া উপজেলার মল্লিকের চর গ্রামে রহিম বাদশার ছেলের সঙ্গে ভাগ্নি সিনথিয়া বেগহমের বিয়ের কথাবার্তা বলতে গেলে একদল নৌডাকাত হামলা চালিয়ে গুলি করে উজ্জল খালাশীকে হত্যা করে। এ ঘটনায় ২৬ অক্টোবর মা ফরিদা বেগম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন। নিহত উজ্জল খালাশী চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর গ্রামের মো. বাচ্চু খালাশীর ছেলে।#
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।