মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় ধলেশ্বরী ও মেঘনা নদীতে যাত্রী বোঝাই ২০ টি লঞ্চসহ বিভিন্ন নৌযান কমপক্ষে ৭ ঘন্টা আটকা।
রোববার রাত ৩ টা থেকে মুন্সীগঞ্জ সদরের চরকিশোরগঞ্জ, মুক্তারপুর, মুন্সীগঞ্জ ও গজারিয়া উপজেলার লঞ্চঘাটসহ ধলেশ্বরী ও মেঘনা তীরে বিভিন্ন স্থানে এসব নৌযান নোঙ্গর করা হয়।
এতে নারী শিশু বৃদ্ধসহ হাজার হাজার মানুষ চরম দূর্ভোগের শ্বিকার হয়। এসময় কেরানীগঞ্জ থেকে চাঁদপুরগামী কয়েকশত গবাদিপশুর কয়েকটি ট্রলার আটকা পরে। মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরবর্তী নয়াগাঁও এলাকায়।
সকাল সাড়ে ১০টা থেকে নদীর কুয়াশা কমতে শুরু করলে ধীরে ধীরে যার যার গন্তব্যে ফিরতে শুরু করে নৌযান গুলো।#