মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকায় চুরির ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ ৫ জন গুরুত্বর আহত হয়েছে।
গত সোমবার(৪ নভেম্বর) মিরকাদিম পৌর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় ওসমান গনি বাদী হয়ে মোঃ মিন্টুসহ ৫ জনকে বিবাদী করে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, ঐ এলাকার মিন্টুসহ তার স্ত্রী মুক্তা বেগম ও আনোয়ার মিয়ার স্ত্রী আলো বেগমের আশ্রয় প্রশ্রয়ে মিন্টু মিয়ার ছেলে তন্ময় ও আলো বেগমের ছেলে আল-আমিন এলাকায় কিশোর গ্যাং তৈরী করে বিভিন্ন চুরি ও ছিনতাই কাজের সাথে জড়িত রয়েছে। চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আল-আমিন একাধিকবার জেল হাজত খেটে জামিনে আসে। গত সোমবার ওসমান গনি বাড়ীসহ এলাকার বেশ কয়েকটি বাড়ীতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার লোকজন আল আমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে বিভিন্ন ধরনের হুমকী ধামকি প্রদর্শন করে। ঐদিন দুপুরে ওসমান গনি ও তার ছোট ভাই ফয়সাল বাড়ী হতে বাজারের উদ্দেশ্যে বের হয়ে নগরকসবা গ্রাম এলাকায় আসলে মিন্টুগং তাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু এবং এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে তাদের আহত করে।
এসময় মিন্টুগংয়ের হাতে থাকা সুইসগিয়ার দিয়ে পোচ মেরে ওসমান গনি ও ফয়সালকে গুরুত্বর জখম করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। মিন্টুগং পুনরায় ওসমান গনির বাড়ীঘরে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর করে এবং তার স্ত্রী, ছোট বোন ও মাকে মারধর করে আহত করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এসআই রোকসানা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।