জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের জমি ও ঘর প্রদান করা হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে সারাদেশে ৩৯ হাজার ৩৬৫ টি ঘর প্রদান করা হয়েছে। দেশের ৭টি জেলাসহ ১৫৯টি উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।
২২শে মার্চ (বুধবার) বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারচুয়ালি যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন। সেই সাথে মুন্সীগঞ্জের ৬ উপজেলার ২১২ টি জমি ও গৃহ প্রদান করা হয়। এর মধ্যে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।
এ সময় সদর উপজেলা পরিষদ ভবনের অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক মোঃ মহিউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান ও সদর উপজেলা নির্চাহি কর্মকর্তা হোসাইন মো: আল জুনায়েদ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।