বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীর আব্দুল্লাপুর খালটি দখল-দূষণে হারিয়েছে তার চিরাচরিত ঐতিহ্য!

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

মুন্সীগঞ্জ  প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার অন্তর্গত আব্দুল্লাপুরের ঐতিহ্যবাহী আব্দুল্লাপুরের খালটি দখল দূষণে ও পলিজমে নাব্যতায় কারনে প্রায়ই মৃত ।

আব্দুল্লাপুর ইউনিয়নের সবচেয়ে পুরনো ও বড়ো এই খাল হলো ” আব্দুল্লাপুর খাল” ইউনিয়নের ১নং ওয়ার্ডের জেলেপাড়ার উত্তর দিক থেকে শুরু হয়ে পশ্চিমে খালটি ২ নং ওয়ার্ডের অন্তর্গত আব্দুল্লাপুর বাজারের আদি ঘাট থেকে সোজা দক্ষিণে মাঈফরাস পাড়া গ্রাম পেরিয়ে, আব্দুল্লাপুর মাদ্রাসার উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে দক্ষিণে কাচারীপাড় গ্রামের শেষ প্রান্ত থেকে বামে বাঁক নিয়ে সোজা পূর্ব দিকে আব্দুল্লাপুর হাইস্কুলের দক্ষিণ পাশ দিয়ে এগিয়ে কমলাঘাট- টংগিবাড়ীর প্রধান খালের সাথে সংযুক্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এক সময় এই খালটি দিয়ে বড় বড় নৌকা ও ট্রলার চলাচল করতো। খালটির
উভয় প্রান্তের প্রায় সহস্রাধিক ঘরবাড়ির মানুষজন বর্ষা মৌসুমে খালেই গোসল করতো।

খালের পানি আলু সহ বিভিন্ন আবাদি জমিতে ব্যবহার করতো। গৃহস্থালির যাবতীয় ধোলাই এর কাজ খালের পানিতেই করতো। বর্ষা মৌসুমে খালটিতে একাধিক মাছ‌ ধরার ভেল পেতে দিনরাত মাছ শিকার করতো মৌসুমী মৎস্যজী ।বীরা, এছাড়াও স্থানীয়রা বড়শি দিয়ে খাল থেকে মাছ ধরতো।


খালটি অনেক গভীর ছিলো। খালের পানিও ছিলো খুব সচ্ছ টলমলে। খালটির উপর বিভিন্ন স্থানে ৮ টি ছোট বড়ো সেতু রয়েছে। বর্তমানে খালটিতে বর্ষা মৌসুমের পানি বাহিত পলি, বৃষ্টির পানির সাথে উচু ঘরবাড়ি থেকে নেমে আসা মাটি এবং উভয় পাশের মানুষের ফেলা ময়লা আবর্জনার কারণে খালটি ভরাট হয়ে গিয়ে মাঝখানে চিকন নালায় পরিনত হয়ে একই সাথে দখল দূষণের কবলে পড়ে আব্দুল্লাপুর খালটি বর্তমানে মৃতপ্রায়। খালটি খননের জন্যে স্থানীয় বাসিন্দারা একাধিকবার জনপ্রতিনিধিদেরকে বলেছেন বটে। কিন্তু কেউ কোনো প্রকার কার্যকর ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে স্থানীয় মেম্বার মোঃ আকরাম মন্ডলের সাথে কথা হলে তিনিও একমত পোষণ করে বললেন, খালটির পশ্চিমই তার ৪ নং ওয়ার্ডের অবস্থান।

ভবিষ্যতে জমি ভরাট করে বাড়ীঘর গড়ে উঠলে বাসাবাড়ির পানি ও বৃষ্টির পানি নিষ্কাশনের প্রয়োজনে এখনি খালটিকে খনন করা জরুরি।

তিনি আরো বলেন,আমি খালটি খননের জন্যে আমি চেয়ারম্যানের মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদন
জানাবো।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।