আঃ কাদির খান,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব ২০২৪ এর লটারিতে ২য় পুরস্কার বিজয়ীকে পুরস্কার বিতরণ করা হয়েছে। রেমিটেন্স উৎসব লটারিতে ২য় পুরস্কার প্রাপ্ত হলেন টঙ্গীবাড়ি উপজেলার বড়লিয়া গ্রামের রিতু আক্তার।
৩রা জুলাই (বুধবার )সকাল ১১টায় টঙ্গীবাড়ী উপজেলা ব্রাঞ্চ শাখা অফিসের ব্যবস্থাপক কক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংক টঙ্গীবাড়ী ব্রাঞ্চের ব্যবস্থাপক আসফাকুর রহমানের সভাপতিত্বে ও কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মুন্সীগঞ্জ মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উপ মহা ব্যবস্থাপক মো. রেজাউল করিম আকন্দ, সহকারি মহা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন। এবং ব্রাঞ্চ স্টাফ, রেমিটেন্স গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।