মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়ার ৩নংওয়ার্ডেের রাখারন ঠাটা পারা মসজিদ সংলগ্ন দেওয়ান বাড়ীর হাজী আঃ লতিফ ( ৬৫) পিতা আঃ হাফিজুদ্দিন নিজ অথ্যায়নে ৯০ হাজার টাকা এবং নিজের জমি দিয়ে গত ১০\০৪\২০২২ইং তারিখে সকাল ১১ ঘটিকার সময় রাস্তাটি কাজ শুরু করি এবং সমাপ্ত করেন।
ভূক্তভুগী হাজি মোঃ হাজী আঃ লতিফ ( ৬৫) বলেন , গত ১০\০৪\২০২২ইং তারিখে আমি আমার নিজের টাকা (৯০হাজার) ও নিজের জমি দিয়ে এই ২০০ ( দুই শত ) ফুট রাস্তা করেছি । কিন্তুু অতান্ত দুঃখের বিষয় কিছু দিন আগে জানতে পারি যে ,আমার এই রাস্তাটি প্রজেক্ট দেখিয়ে আমাদের ওয়ার্ডের মেম্বার মোঃখালেক ১লক্ষ ৮টাকা আত্মসাত করেছে ।
মোঃ বিল্লাহ দেওয়ান বলেন ,আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম ,আমাদের বাড়ীতে যাতায়তের ভালো কোন রাস্তা নাই ,তাই এবার আমি বিদেশ থেকে এসে নিজে দের টাকায় এই রাস্তা তৈয়ারী করি নিজেদের যাতায়াতের জন্য । কিন্তুু অত্যান্ত পরিতাপের বিষয় এই যে, কিছু দিন আগে জানতে পারি যে ,আমাদের ওয়ার্ডের মেম্বার মোঃখালেক মিয়া আমাদের টাকায় তৈয়ারী রাস্তাটি প্রজেক্ট দেখিয়ে টঙ্গীবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস থেকে নিজেই ১লক্ষ ৮হাজার টাকা উত্তোলন করে পুরো টাকা আত্মসাত করেছে।
তিনি আরো বলেন,এ বিষয়ে আমি ,টঙ্গীবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসে যোগাযোগ করলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাকে বলেন প্রজেক্টর নামে মেম্বার মোঃখালেক মিয়া নিজেই ১লক্ষ ৮হাজার টাকা উত্তোলন করার বিষয় টি আমাকে নিঃচিত করেন ।
৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ খালেক মেম্বার সাথে কথা হলে তিনি আমাদের কে জানান,এই রাস্তায় চেয়ারম্যান সাহেব বরাদ্দ দিয়েছে আমরা নতুন মেম্বার হয়েছি আমরা তো কিছুই জানি না এই রাস্তার বরাদ্দ কৃত টাকা চেয়ারম্যান সাহেবের ছোট ভাই পুনোরায় টাকা উঠিয়ে নিয়েছে । তিনি আরো বলেন ,ফেরত নেয়া টাকা দিয়ে পরিবর্ততে রাস্তার জন্য ইট সহ অফিসিয়াল কাজে ব্যয় করা হবে । এ রাস্তা নিয়ে এলাকায় সালিস হয়ে সালিসের মাধ্যেমে কিছু দিন সময় দেওয়া বিবাদমান সমস্যার করার জন্য ।
কাঠাদিয়া শিমুলিয়ার ইউপি চেয়ারম্যান মোঃআনিছুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয় আমি কিছুই জানি না,আমার বিরুদ্বে যে অভিযোগ আনা হয়েছে তা সন্পূর্ন ভিত্তিহীন রাজনৈতিক প্রতিহিংসার শিকার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নবাসী আমায় ভালবাসে বিধায় আমি এবার জয়লাভ করেছি। আমি কোন দুর্নীতি বা কোন প্রকল্পের টাকা আত্মসাৎ করি নাই করবো না।
এ বিষয় টঙ্গীবাড়ী উপজেলার নিবার্হী কর্মকর্তা আমাদের কে জানান , এমন কোন তথ্য আমার জানা নেই ।তবে এ বিষয়ে আমি জেনে বিস্তারিত বলতে পারবো ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।