মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলা ধলাবাজারে পূর্বশত্রুতার জের ক্ষিপ্ত হয়ে দোকান কর্মচারী ও মালিকের উপর বেধড়ক হামলা-ভাঙচুর চালিয়ে মালামাল লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্র বার (২৪শে ফেব্রুয়ারী )দুপুর ১২:৩০ মিনিটে সদরের ধলাগাও বাজারে “মেসার্স করিম ঢালি স্টোরে” এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানিয়েছেন,
শুক্র বারে দুপুরে তাহাদের জায়গা সন্পত্তি নিয়ে কথাকাটাতাটি হয় । এ নিয়ে করিম ঢালি ষ্টোরের মালিক করিম ঢালির ও
কর্মচারীর সঙ্গে সন্ত্রাসী শাহ আলম ঢালির
বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসী শাহআলাম ঢালি সহ আরো কয়েক জন সন্ত্রাসী নিয়ে
দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে পণ্যসামগ্রী ক্ষতিসাধন এবং ২০ থেকে ২৫ হাজার টাকা লুটকরে নিয়ে যায় ।
শাহআলাম ঢালি দোকানে ভাঙচুর চালিয়ে পরে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান ।
মেসার্স করিম ঢালি স্টোরের স্বত্বাধিকারী মোঃকরিম ঢালি (মিম) সাংবাদিকদের অভিযোগ করে বলেন, সন্ত্রাসী শাহআলাম ঢালি ও তার দলবল নিয়ে দোকানে হামলার করার
সময় বাধা দিতে গেলে আমার দোকানের কর্মচারীকে আহত এবংদোকান ভাঙচুর ,একটি দোকানে তালা মেরে দেয় ।
হামলার ঘটনায় জানিয়ে দোকান মালিক করিম ঢালি মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রে মোবাইলের মাধ্যমে বিস্তারিত ঘটনা জানিয়ে রাখেছি ।এবং শনিবার দুপুর ১২টা এঘটনা জানিয়ে মুন্সীগঞ্জ সদর থানা একটি অভিযোক করেছি ।
এ বিষয় শাহ আলাম ঢালির সাথে যোগাযোগ করলে তার মোবাইল চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
ধলাগাও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি
মোঃশাজাহান বলেন, মেসার্স করিম ঢালি ষ্টোরে দোকান কর্মচারীর উপর হামলা ও ভাঙচুরের এমন কোন ঘটনা ঘটে নাই ।তবে চাচা ভাতিজার সাথে কথা কাটাকাটি হয়েছে সেটা আমি শুনেছি ।
এ বিষয় রামপাল ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃফুলন কাজি আমাদের কে বলেন ,বিবাদমান সন্পত্তি নিয়ে আমাদের কাছে গত ১৬\০২\২০২৩ ইং তারিখে (স্বারক নংঃ রাম,ইউ.পি(মামলা নং)-০৮/২০২১
সূত্রঃ মুন্সীগঞ্জ থানার এফ.আই.আর নং-৮৩/২১'নন.জি.আর নং-৮৪/২১)'শেফালী বেগম পিতা মৃত হাজী জয়নাল আবেদীন ঢালি সাঃপূর্ব দেওসার ডাকঘড়ঃ মিরকাদিম নামে এক মহিলা মোঃকরিম ঢালি ও মোঃকাদির ঢালি নামে দুইজনের বিরুদ্বে অভিযোগ করেছেন ।রামপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃবাচ্চু শেখ বিষয় টি দেখার জন্য উক্ত ওয়ার্ডের মেম্বাার ও আমার কে দেখার জন্য দায়িত্ব অর্পণ করেন।তিনি আমাদের বলেন ,পরিষদ অডিট চলছে ডিজিএলজিও মহোদয় পরিষদে আসবে তাছাড়া২৮ শে ফেব্রুয়ারী মেজিষ্টেট আসবে বিচার বিভাগ অডিটের জন্য আসবে । তাই আমরা দুই পক্ষের মোবাইল নান্বার রেখেছি যেন বিবাদমান সন্মত্তিতে আমাদের দেয়া সময়ের মধ্যে কোন রকম বিশৃক্ষলা কেহ না করেন । কিন্তুু আজ আমি আপনাদের মাধ্যেমে জানতে পারলাম বিাদমান সন্মত্তি তে ভাংচুর এবং একটি দোকানে তালা দেওয়া হয়েছে । এ বিষয় টি আমরা তদন্ত করে ব্যবস্হা গ্রহন করবো ।
এ বিষয় রামপাল ইউনিয়রের ৫নংওয়ার্ডের মেম্বার মোঃআলী আজগর বেপারী বলেন , এটি ওনাদের ব্যাপার আমি কি করবো আমার কিছু করার নাই ।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি । তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।