মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জে নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নূর ইসলামকে সংবর্ধনা দিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার (৬ মে) সকাল দশটার দিকে জেলা আইনজীবী সমিতির হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নূর হোসেন। পরে জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা জানান সমিতির আইনজীবীরা।
সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ জাকারিয়া মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ পারভেজ আলমের সার্বিক দায়িত্বে এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিন উর্মি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডঃ মোঃ আলমগীর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (ভিপি)অ্যাডভোকেট তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট নাসিরুজ্জামান খান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাউদ্দিন খান স্বপন, অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলম, এডভোকেট শাহীন মোহাম্মদ আমানুল্লাহ প্রধান, অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট আলমগীর কবির, অ্যাডভোকেট হান্নান মিয়া জুয়েল, অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী, অ্যাডভোকেট ফারুক আহমেদ, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফ আহমেদ, অ্যাডভোকেট শাহিন মিজি, অ্যাডভোকেট রফিকুল আমিন খান, অ্যাডভোকেট ফিরোজ খান প্রমূখ।
অনুষ্ঠানে আইনজীবী সমিতির নিয়মিত সদস্য অ্যাডভোকেট সুমন সরদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট কামরুজ্জামান লাভলু, অ্যাডভোকেট শফিউদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হালিম সরদার, অ্যাডভোকেট হামিদ মল্লিক সহ আদালতের অন্যান্য বিচারক গণ, সরকারি কৌশলী গণ, সমিতির কার্যকরী পরিষদের অন্যান্য সদস্য সহ আইনজীবীরা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।