মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে গুলি ও অফিস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
গতকাল সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী এলাকার কাজী ফার্মের সামনে এই সংঘর্ষ হয়।
আহতরা হলেন মহিউদ্দিন মোল্লা (৪২), মোশাররফ হোসেন (৪৮), নিজা মিয়া (৫৬), মো. মোকলেছ মিয়া (৪২), ৫. হেলাল উদ্দিন সরকার (৪১), মুক্তার হোসেন (৪১)। তাদের সবার বাড়ি উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামে।
ঘটনায় আহত গুয়াগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মো. মহিউদ্দিন মোল্লা জানান, আজ বিকাল ৩টায় স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের মার্কা পাওয়াকে কেন্দ্র করে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। হঠাৎ নৌকার সমর্থক গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে আহত করে।
আমার অফিসে ভাঙচুর চালিয়ে অফিসে থাকা ব্যবসায়িক টাকা লুট করে নিয়ে যায়।
গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন বলেন, ঘটনা সম্পর্কে আমি কিছু জানিই না।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজিব খাঁন বলেন, ঘটনা শুনেই আমরা ঘটনাস্থলে এসে পৌঁছাই। আইনশৃঙখলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।