স্থানীয় সরকারের অধীনে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে মেম্বার পদপ্রার্থী মোঃআওলাদ হোসেন খন্দকার তিনি মোরগ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন।
এদিকে ১০নং পাঁচগাঁও ইউনিয়নে পোস্টারে ছেয়ে গেছে গ্রামের অলি-গলি ঘর-বাড়ি গাছ-পালা ও বিভিন্ন স্থাপনায়।
নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীরা খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। তারা ভোটারদের কাছে গিয়ে তাদের আদর্শের বয়ান সহ গ্রামের উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।
তারা অটোরিক্সা, ইজিবাইক,রিক্সায় মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এমনকি স্কুল,কলেজ,মসজিদ হাসপাতালের নিকট মাইকের প্রচার করে প্রার্থীদের যোগ্যতা ও আদর্শের কথা বলছেন।প্রার্থীরা আরামের ঘুম হারাম করে কনকনে শীত উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।সবার আশা ভোট জিততেই হবে।তবে সাধারণ ভোটাররা ভোট দেয়ার ব্যাপারে কোন প্রার্থীকেই নিরাশ করছেন না।প্রার্থীরা ভোটারদের বাড়িতে,দোকানে,গিয়েও ভোট প্রার্থনা করছেন।শুধু তাই নয় মাঠে কর্মরত শ্রমিকদের কাছে ও যাচ্ছেন ভোটের আশায়।দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।
এদিকে ১০নং পাচঁগাঁও ইউনিয়ন পরিষদ নিবার্চনে ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ আওলাদ হোসেন খন্দকার বলেন,জনগণের ইচ্ছাতেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।তাই জনগণ আমাকে নির্বাচিত করবে এটাই কামনা করছি।আমি কথায় নয় কাজে বিশ্বাসী।আমি ১০নং পাঁচগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাস্তা-ঘাট সহ এলাকাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।