প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৪, ৪:৩২ পি.এম
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত, আটক ২
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জ শহরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে মোহাম্মদ উজ্জ্বল মোল্লা (৪২) নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে শহরের মাঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি নিহতের স্বজনদের।
মুন্সীগঞ্জ শহরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে মোহাম্মদ উজ্জ্বল মোল্লা (৪২) নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে শহরের মাঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি নিহতের স্বজনদের।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহরের ডিসলাইন ব্যবসায়ী হুমায়ূন হোসেন ও তার ভাই মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ।
নিহত উজ্জ্বল মোল্লা মাঠপাড়া এলাকার শাহজাহান মোল্লার ছেলে। উজ্জল মুন্সীগঞ্জ পৌরসভায় তৃতীয় শ্রেণির কর্মী হিসেবে কাজ করতেন। তিনি মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শহরের ডিসলাইন ব্যবসায়ী হুমায়ূন হোসেন ও তার ভাই মোহাম্মদ সোহেলকে আটক করেছে পুলিশ।
নিহত উজ্জ্বল মোল্লা মাঠপাড়া এলাকার শাহজাহান মোল্লার ছেলে। উজ্জল মুন্সীগঞ্জ পৌরসভায় তৃতীয় শ্রেণির কর্মী হিসেবে কাজ করতেন। তিনি মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ছিলেন।
নিহতের ভাই রাজু মোল্লা বলেন, জমির বিরোধ নিয়ে অসংখ্যবার পৌরসভায় বসা হয়। শেষ পর্যন্ত ভূমি অফিস পর্যন্তও গড়িয়েছে। আমরা বলেছি আইন যা রায় দেয় তাই মেনে নেব। হুমায়ুনরা আইনকে তোয়াক্কা করছিল না। তারা তাদের শক্তি দিয়ে সম্পদ দখল করতে যায়। বাড়িতে ফাঁকা গুলি করে। আমাকে ও আমার ভাইকে বেদম মারধর করে। মার সহ্য করতে না পেরে উজ্জল ভাই শেষ পর্যন্ত মারা যান।
নিহত উজ্জলের দুটি ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী রুবিনা আক্তার বলেন, হুমায়ূনরা জায়গা দখল করতে গিয়ে আমার স্বামীকে মারতে মারতে মেরেই ফেলল। সামন্য জায়গার জন্য মানুষ কতটা নির্মম হয়। আমি আমার দুটো ছোট বাচ্চা নিয়ে কোথায় যাব। আমাদেরকে দেখবে কে। আমরা উজ্জল হত্যাকারীদের ফাঁসি চাই।
ঘটনার পর পর অভিযান চালিয়ে মূল অভিযুক্ত হুমায়ুন ও তার ভাই সোহেলকে আটক করেছে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খায়রুল হাসানসহ পুলিশের একটি দল।
সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
মৃতের শরীরের বিভিন্নস্থানে রক্ত জমাটের চিহ্ন রয়েছে। তবে কি কারণে মারা গেছে তা ময়নাতদন্তের প্রতিবেদনে জানা যাবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com