সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত বকশীগঞ্জে সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন বন্ধু ফোরামের সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর ৫৫তম জন্মদিন পালন  কালিগঞ্জে বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  কালিগঞ্জ প্রেসক্লাবে কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত  “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” জানিয়েছেন মজিবুর রহমান দেওয়ান কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে  বকশীগঞ্জের মুনীরা বেগম জামালপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ভাঙ্গায় এখনও ছাত্রীদের ক্লাস নেন সেই “লম্পট” আজাদ! (পর্ব-১) মুন্সীগঞ্জে মামলার পলাতক আসামি গ্ৰেফতার।

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে সংঘর্ষ, আহত ১০

liton mahmud
  • আপডেট সময় শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩১ বার পঠিত

মো. নাজির হোসেন, মুন্সিগঞ্জঃ

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানকে কেন্দ্র করে পৌর মেয়রের সমর্থক ও স্থানীয় সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে সংর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হওয়ার দাবি করেছে পক্ষ দু’টির সমর্থকরা। শুক্রবার ৫ টার দিকে বিকেলে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় সংর্ষের ঘটনা ঘটে।

পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের  অভিযোগ স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস এর নির্দেশে তার সমর্থকরা এ হামলা করেছে। তবে অভিযোগের বিষয়টি অসত্য দাবি সংসদ সদস্য।

আহতরা হলেন, মুন্সীগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লব পক্ষের আব্দুল মালেক (৫০), মো. জামাল (৩৫), ফয়সাল সোহাগ (৩৮), রাসেল (২৬),সাদ্দাম (৩০), আফসার হোসেন (৫০), সুমন (৩৫),আবুল কালাম, সালাউদ্দিন। তারা সবাই জেলার গজারিয়া উপজেলার বাসিন্দা। সংসদ সদস্য পক্ষের আহত হলেন পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেনের ভাই মনির হোসেন (৪৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শহরের প্রধান সড়কে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মুন্সীগঞ্জ। সেই অনুষ্ঠানে যোগ দিতে গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ জিন্নাহর নেতৃত্বে বিকেলে ১০-১৫ টি ট্রলারে করে আসেন মেয়রের সমর্থকরা।

সমর্থকরা ট্রলার থেকে নেমে পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেনের এলাকা দিয়ে মিছিল করে অনুষ্ঠান স্থলের দিকে যাচ্ছিলেন। মকবুল হোসেন মৃণাল কান্তির ডান হাত হিসেবে পরিচিত। সে সময় কাউন্সিলর মকবুল হোসেনের ভাই মনির হোসেন লোকজন নিয়ে মিছিলে বাঁধা দেয়। সে সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে মনির হোসেন সহ ৮-১০ জন আহত হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম ফেরদৌস বলেন, ৭ জন আহত অবস্থায় জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন। এদিকে, হামলা পর পৌর মেয়রের সভায় আসা নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পরেন।

পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান করছি। সে অনুষ্ঠানে আসা নেতাকর্মীদের উপর হামলা করেছে সংসদ সদস্য মৃণালের লোকজন। আমরা পুলিশ সুপারের কাছে এর বিচার চাই। এর বিচার না হলে, উচিৎ জবাব দেয়া হবে।

গজারিয়া উপজেলা থেকে আসা নেতাকর্মীরা বলেন, আমাদের উপর হামলা, আমরা মেনে নেব না, মৃণাল কান্তি দাস গজারিয়া উপজেলা কিভাবে যায় তা আমরা দেখে নিবো।

মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে গজারিয়ায় ছিলেন। হামলা, মারামারির বিষয়টি তিনি জানেন না। তবে ঘটনার পেছনে কারা আছেন সেটি খুঁজে বের করার অনুরোধ করেন তিনি।

সদর থানার (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পৌর মেয়রের সমাবেশকে কেন্দ্র করে গজারিয়া উপজেলা থেকে ট্রলারে করে আ.লীগের নেতাকর্মীরা আসছিলেন। তারা হাটলক্ষীগঞ্জ ঘাটে এসে নামতে চাইলে, স্থানীয় পৌর কাউন্সিলর মকবুল হোসেনের লোকজন বাধা দেয়। এতে দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হাতাহাতি শুরু হয়।

এ সময় কাউন্সিলরের এক ভাই এবং গজারিয়া থেকে আসা ৪-৫ আহত হওয়ার খবর শুনেছি। ঘটনার পর থেকে হাটলক্ষীগঞ্জ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।