আজ ঐতিহাসিক ৭ মার্চ।১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯ মিনিটের এক ঐতিহাসিক ভাষণ দেন।ওনার এই ভাষণের ফলে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি প্রস্তুত হয়।
স্বাধীনতার স্বপ্নে জেগে ওঠে পুরো জাতি।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দিন বজ্রকণ্ঠে বলেন “রক্ত যখন দিয়েছি,রক্ত আরো দেব,এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,জয়বাংলা।
তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় ৭ই মার্চ উপলক্ষে মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।মঙ্গলবার প্রথম প্রহরে শহরের ডাকবাংলো এলাকার বঙ্গবন্ধু মুরালে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।পরে জেলা পুলিশ সুপার মোঃমাহফুজুর রহমান আল-আমিন,জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃআনিছুজ্জামান আনিছ,পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব,শহর আওয়ামী লীগের সাবেক সম্পাদক মোঃমাহাতাব উদ্দিন কল্লোল, ছাত্রলীগ,যুবলীগসহ বিভিন্ন সংগঠন।পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।পরে শহরের বিভিন্ন পয়েন্টে বঙ্গবন্ধুর স্মৃতিচারণা করে বিভিন্ন সংগঠন সংক্ষিপ্ত সভা সমাবেশ করে।এছাড়াও জেলার ৬ উপজেলার বিভিন্নস্থানে ৭ মার্চের ঐতিহাসিক রেককোর্স ময়দানের ভাষণ মাইকে প্রচার করা হচ্ছে।
অপরদিকে সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।